সাবেক সংসদ সদস্যদের ৩০টি গাড়ি সরকারকে দেওয়া হচ্ছে

প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদে দ্বাদশ সংসদ সদস্যদের আমদানি করা ৩০টি গাড়ি নিলামে বিক্রি না হওয়ায় সরকারকে হস্তান্তর করা হচ্ছে। এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, এসব গাড়ি (সাবেক এমপিদের আনা গাড়ি) সরকারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এগুলো জনপ্রশাসনের পরিবহন পুলে ব্যবহার করবে। তিনি আরও জানান, “আমরা নিলামে খুব অল্প দাম পেয়েছিলাম। ফলে নিলামের টাকাও সরকারি কোষাগারে আসবে, আবার সরকারকে গাড়ি কিনতে হবে। জাতীয় স্বার্থ বিবেচনায় এসব গাড়ি সরাসরি সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দ্বাদশ সংসদ নির্বাচনের পর সাবেক সংসদ সদস্যরা এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন। তবে সরকারের পটপরিবর্তনের পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং শুল্কমুক্ত সুবিধা বাতিল করা হয়। ফলে গাড়িগুলো বন্দর থেকে আর ছাড় করা হয়নি।

মোট ৫১টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়েছিল। এর মধ্যে সাতটি গাড়ি রাজনৈতিক পরিবর্তনের আগে–পরে ছাড়িয়ে নেওয়া হয়। বাকি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসে প্রথমবার নিলামে তোলা হয়। নিলামে আগ্রহীরা সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছিলেন, তবে সংরক্ষিত মূল্য ছিল গাড়ি প্রতি ৯ কোটি ৬৭ লাখ টাকা। ফলে কোনো গাড়ি বিক্রি হয়নি এবং অবশিষ্ট ৩০টি গাড়ি এখন সরকারের মালিকানায় যাচ্ছে।