সিঙ্গাপুরে মিলবে ওয়ালটনের পণ্য, নতুন চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক: এখন থেকে সিঙ্গাপুরেও পাওয়া যাবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর পণ্য। এ লক্ষ্যে দেশটিতে নতুন পরিবেশক নিয়োগ দিয়েছে ওয়ালটন।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়েছে, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ফ্লেয়ার এম অ্যান্ড ই প্রাইভেট লিমিটেড–এর সঙ্গে পাঁচ বছরের পরিবেশক চুক্তি করেছে ওয়ালটন হাইটেক। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছর হবে ওয়ালটনের একমাত্র পরিবেশক।

চুক্তি অনুসারে, সিঙ্গাপুরে ওয়ালটনের রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন ও রান্নার সরঞ্জাম একচেটিয়াভাবে বাজারজাত করবে ।

এদিকে, সম্প্রতি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় এই নতুন পণ্যের উৎপাদনের অনুমোদন দেওয়া হয়।

তবে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (EPS) কিছুটা কমেছে। এই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১৩ টাকা ৯৩ পয়সা। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিতে কোম্পানিটির মোট শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ২৫ টাকা ১৭ পয়সা।

তবে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এই তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ঋণাত্মক ১ টাকা ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২২ টাকা ৮৮ পয়সা।