সিজিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্কবার্তা, প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার নির্দেশ

প্রতিবেদক: হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় ও এর অধীনস্থ সকল অফিসকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সিজিএ ও তার কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন।

গতকাল বুধবার  একটি সতর্কতা সার্কুলার জারি করে এ বিষয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সিজিএ মহোদয়ের নাম এবং এডিট করা ছবি ব্যবহার করে কল বা মেসেজের মাধ্যমে ভুয়া তথ্য প্রদান করা হচ্ছে।

সার্কুলারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, সিজিএ কখনও ব্যক্তিগত বা অনিয়মিত কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ফোন করেন না। তাই এ ধরনের যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস (সিএএফও), ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস (ডিএএফও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) অফিসের সকল কর্মীকে প্রলোভন এড়িয়ে চলতে ও যথাযথ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।