সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, ৬ লাখ টাকার মালামাল লুট

প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে মঙ্গলবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ইয়ার্ড কর্তৃপক্ষের অভিযোগ, ভোররাত ৩টার দিকে দুইটি ইঞ্জিনচালিত নৌকায় করে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাতদল এসে ইয়ার্ডের সামনে সন্দ্বীপ চ্যানেলে নোঙর করা একটি বার্জে হামলা চালায়।

ডাকাতরা নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ও মারধোর করে প্রায় ৬ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। বার্জটিতে থাকা ক্রেনসহ দামি যন্ত্রপাতি ও লোহার অংশও নিয়ে যায় তারা।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, সমুদ্র দূষণ রোধে জাহাজ কেটে টুকরো ক্রেনের সাহায্যে বার্জে রাখা হয়, যা পরে ইয়ার্ডে আনা হয়। বার্জ পাহারায় গত রাতে ৭ জন নিরাপত্তা কর্মী ছিলেন। সশস্ত্র ও অধিকসংখ্যক হওয়ায় ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “অভিযোগ নিয়ে ইয়ার্ডের ব্যবস্থাপক থানায় গেছেন। আশা করছি পুলিশ দ্রুত মামলা রুজু করে মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করবে।”

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব হাসান জানান, মামলা হওয়ার পর নৌ পুলিশ তদন্ত করবে। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান সন্ধ্যায় জানান, ইয়ার্ড কর্তৃপক্ষ এখনো এজাহার দেয়নি।

উল্লেখ্য, কে আর শিপ রিসাইক্লিং লিমিটেড ২০২৩ সালে গ্রিন ইয়ার্ড স্বীকৃতি পায় এবং ২০২৫ সালে জাতীয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করে।