সোনার দাম আবারও বেড়েছে

প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১,৪৭০ টাকা বেড়ে ১,৫৪,৯৪৫ টাকা হয়েছে। বুধবার (১৯ মার্চ) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। এতে জানানো হয়, তেজাবী (পিওর) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাজারের সঙ্গে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেট সোনা – ১,৫৪,৯৪৫ টাকা (প্রতি ভরি)।২১ ক্যারেট সোনা – ১,৪৭,৮৯৯ টাকা (প্রতি ভরি)। ১৮ ক্যারেট সোনা – ১,২৬,৭৭৬ টাকা (প্রতি ভরি)।সনাতন পদ্ধতির সোনা – ১,০৪,৪৯৮ টাকা (প্রতি ভরি)

এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারে রুপার মূল্য ২২ ক্যারেট রুপা – ২,৫৭৮ টাকা (প্রতি ভরি)।২১ ক্যারেট রুপা – ২,৪৪৯ টাকা (প্রতি ভরি)।১৮ ক্যারেট রুপা – ২,১১১ টাকা (প্রতি ভরি)।সনাতন পদ্ধতির রুপা – ১,৫৮৬ টাকা (প্রতি ভরি)

বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে আবারও সোনার দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।