
প্রতিবেদক:জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার দাবিতে আগামী সোমবার (২৪ জুন) সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা।
নেতারা জানান, এনবিআরে যৌক্তিক সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তাঁদের মতে, বর্তমান চেয়ারম্যানের মাধ্যমে কোনো কার্যকর রাজস্ব সংস্কার সম্ভব নয়, বরং তাঁর কর্মকাণ্ড সংস্কারকে বিলম্বিত করছে। উল্লেখ্য, এর আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাঁকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১৯ জুন এনবিআর যে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে, সেখানে সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এমনকি কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। নেতারা অভিযোগ করেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন সময় সংস্কার ঐক্য পরিষদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
সভায় ৩০১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার সভাপতি হিসেবে দায়িত্ব পান হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব নির্বাচিত হন মিজ সেহেলা সিদ্দিকা।
সভায় ‘কেমন এনবিআর চাই’ শীর্ষক একটি সেমিনারের প্রস্তুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার কক্ষ বরাদ্দ চেয়ে লিখিত আবেদন দেওয়া হলেও কক্ষ বরাদ্দ না দেওয়ায় তীব্র নিন্দা জানানো হয়।
প্রসঙ্গত, গত ১২ মে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এর পর থেকেই এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সরকার গত ২৬ মে ঘোষণা দেয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশ সংশোধন করা হবে। তার ধারাবাহিকতায় গত ১৯ জুন ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।