
প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ২০২৪ সালে ১০১ কোটি টাকা নিট লোকসান করেছে। এ কারণে ব্যাংকটি গত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দীর্ঘদিন ধরে এসআইবিএল চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ২০১৭ সালের অক্টোবর মাসে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এবং এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের জামাতা বেলাল আহমেদ। এই সময়কালে গ্রুপটি ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়, যার প্রভাবে ব্যাংকটির ৩৪ শতাংশ, অর্থাৎ প্রায় ১৩ হাজার ২৬৭ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে পড়ে। এতে ব্যাংকটির ব্যয় আয়কে ছাড়িয়ে যায় এবং অবশেষে ২০২৪ সালে ব্যাংকটি লোকসানে পড়ে।
২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৮৬ পয়সা। এছাড়া গত বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো বা নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ৭ টাকা ৫১ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ৭ টাকা ৯০ পয়সা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৮ টাকা ১৫ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট, সকাল ১১টায়, ডিজিটাল পদ্ধতিতে। এজিএম উপলক্ষে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।