
প্রতিবেদক: ঢাকায় সৌদি-বাংলাদেশ ব্যবসা সম্মেলনকে ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত। রোববার রাজধানীর গুলশানের সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদ্য গঠিত সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)–এর সভাপতি আশরাফুল হক চৌধুরী। সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ, পরিচালক উজমা চৌধুরী ও মেসবাউল আসিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আশরাফুল হক জানান, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজন অনুভব করছিল। এসএবিসিসিআই গঠনের মধ্য দিয়ে তা বাস্তবায়নের পথে এগোনো সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হিসেবে উঠে আসছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করা এখন সময়ের দাবি।
বর্তমানে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। বাংলাদেশের টেক্সটাইল, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষিপণ্য, পাটজাত পরিবেশবান্ধব পণ্য এবং দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবে বড় সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৩০ লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন। স্বাস্থ্যসেবা, প্রকৌশল, আইটি, নির্মাণ ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে আরও দক্ষ জনশক্তি সরবরাহের সুযোগ রয়েছে। আশরাফুল হক আরও জানান, পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক, সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি খাতে যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা শিল্পভূমি সম্ভাবনার নতুন দুয়ার খুলবে।
তিন দিনব্যাপী কর্মসূচিকে সামনে রেখে আগামীকাল সোমবার সৌদি আরবের ২০ সদস্যের ব্যবসায়ী ও নীতিনির্ধারক প্রতিনিধি দল ঢাকায় আসবে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আবদুল হাফিজ আমির বকশ। দলে আল ইসায়ি গ্রুপের পরিচালক নাজি আবদুল্লাহ, বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইটি উদ্যোক্তা মোহাম্মদ আসিফ সালাম এবং আল তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ খালিদ আল হারবি উপস্থিত থাকবেন। প্রথম দিন সন্ধ্যায় এসএবিসিসিআই সৌদি প্রতিনিধিদলের সম্মানে এক অভ্যর্থনামূলক নৈশভোজের আয়োজন করবে।
৭ অক্টোবর ঢাকার বনানীর হোটেল শেরাটনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে মূল আয়োজন ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভায় সভাপতিত্ব করবেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশন, প্রবন্ধ উপস্থাপন, বাংলাদেশি পণ্য প্রদর্শনী এবং দ্বিপক্ষীয় বৈঠক হবে।
৮ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্রসচিব। একই দিন বিকেলে সোনারগাঁও হোটেলে তিন দিনের সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।