স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফায় ২৬% প্রবৃদ্ধি

অনলাইন ডেক্স:দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৬৬০ কোটি টাকা মুনাফা করেছে, যা এক বছরের ব্যবধানে ১৩৫ কোটি টাকা বা ২৬ শতাংশ বেশি।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানিটি এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ তিন মাসে ব্যবসায় প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে কোম্পানির মোট আয় ১,৯৯৭ কোটি টাকা, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১,৭৭৪ কোটি টাকা। ফলে এক বছরে ব্যবসা বেড়েছে ২২৩ কোটি টাকা।

মুনাফা বৃদ্ধির ফলে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৪৫ পয়সায়, যা আগের বছর ছিল ৫ টাকা ৯২ পয়সা। পাশাপাশি, বিভিন্ন বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ বা মুনাফাও কোম্পানির আয় বাড়াতে সহায়তা করেছে। এ খাত থেকে গত তিন মাসে আয় হয়েছে ১৫৯ কোটি টাকা, যা আগের বছর ছিল ১০৫ কোটি টাকা।

তবে মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পরও আজ দিনের শুরুতে স্কয়ার ফার্মার শেয়ারের দামে বড় কোনো প্রভাব পড়েনি। লেনদেন শুরুর প্রথম ৪৫ মিনিটে শেয়ারদর মাত্র ৪০ পয়সা বেড়ে ২১৭ টাকায় দাঁড়ায়, এবং প্রথম ঘণ্টায় লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্কয়ার ফার্মা ছিল না।