
অনলাইন ডেক্স: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, দেশে স্বর্ণ চোরাচালানের ৯৯ শতাংশই ধরা পড়ে না, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তিনি বলেন, বৈধ পথে স্বর্ণ আমদানি নিশ্চিত করতে হবে, প্রয়োজনে ব্যাগেজ রুলে সংশোধনী আনা হবে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, সহসভাপতি রিপনুল হাসান, মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাজুস নেতারা জানান, চার বছর ধরে স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়া হলেও ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা গত দুই বছর আমদানি করতে পারেননি। এছাড়া, আমদানি প্রক্রিয়া জটিল এবং সময়সাপেক্ষ, ফলে এ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি করহার কমানো প্রয়োজন। তারা অভিযোগ করেন, যারা বেশি ভ্যাট দেন, তাদের ওপর করের বাড়তি চাপ সৃষ্টি করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, “যদি চোরাচালান না হয়, তাহলে এত স্বর্ণ আসে কোথা থেকে? বাজারে প্রচুর স্বর্ণ পাওয়া যাচ্ছে, অথচ বৈধ আমদানি নেই। এর সঠিক জবাব খুঁজে বের করতে হবে। ১০০টি চোরাচালানের মধ্যে হয়তো একটি ধরা পড়ে, বাকিগুলো রয়ে যায় ধরা-ছোঁয়ার বাইরে।”
বৈধ আমদানির পথ সহজ করা এবং চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে এনবিআর কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।