হিলি বন্দরে কাঁচা মরিচ ঢুকতেই বাজারে দাম কমে কেজিতে ১০০ টাকা

প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ রোববার দুপুরে দিনাজপুর স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল থেকে ভারতীয় কাঁচা মরিচবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করছে।

ছুটি শেষে আমদানি শুরু হওয়ায় আজ স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা জানান, টানা আট দিন আমদানি–রপ্তানি বন্ধ থাকায় দাম বাড়লেও আমদানি স্বাভাবিক হলে বাজার দ্রুত স্থিতিশীল হবে।

হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভারত থেকে চারটি ট্রাকে প্রায় ৩০ টন কাঁচা মরিচ এসেছে। রোববার দুপুর পর্যন্ত আরও চারটি ট্রাকে একই পরিমাণ মরিচ আমদানি হয়েছে। দ্রুত খালাসের ব্যবস্থা করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ক্রেতাদের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, ভারতে বৃষ্টির কারণে আমদানির গতি কিছুটা ধীর হলেও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সরবরাহ বজায় রাখার চেষ্টা চলছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে আমদানি বন্ধ থাকায় মরিচের দাম বেড়েছিল। আমদানি শুরু হওয়ায় এখন দাম কমতে শুরু করেছে। রোববার পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৫০ থেকে ২৬০ টাকা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ বিভাগের কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, মরিচ পচনশীল পণ্য হওয়ায় দ্রুত ছাড়পত্রে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রতি টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে এবং প্রতি কেজিতে শুল্ক গুনতে হচ্ছে ৩৬ টাকা ৪০ পয়সা।