১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক ও শেয়ারবাজার

প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে একটানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (১৬ জুন) থেকে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। দীর্ঘ এই বন্ধের পর আর্থিক খাত আবারও স্বাভাবিক ধারায় ফিরতে যাচ্ছে।

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, নিকট অতীতে একটানা ১০ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকার ঘটনা বিরল। এই সময়ে ব্যবসা-বাণিজ্যেও এক ধরনের স্থবিরতা দেখা দেয়। যদিও বন্ধের মধ্যে অনলাইন ও এটিএম বুথের মাধ্যমে সীমিত লেনদেন চালু ছিল, তবু অনেক গ্রাহক ভোগান্তির মুখে পড়েছেন। অধিকাংশ ব্যাংক নিজেদের গ্রাহকদের জন্য সেবা চালু রাখলেও অন্য ব্যাংকের গ্রাহকদের জন্য এটিএম সেবা সীমিত করে দেয়, ফলে অনেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি।

অন্যদিকে, শেয়ারবাজার পুরোপুরি বন্ধ থাকায় কোনো লেনদেন হয়নি। তবে বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে খুব একটা অসন্তোষ দেখা যায়নি। দীর্ঘদিন ধরে বাজারে দরপতন চলছে, ফলে টানা লেনদেন বন্ধ থাকাকে অনেকেই সাময়িক ‘স্বস্তি’ হিসেবে দেখছেন। তাদের মতে, লেনদেন বন্ধ থাকায় আর্থিক ক্ষতি কিছুটা এড়ানো গেছে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিন ছুটি ছিল। ফলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি কার্যক্রমও অনেকটা শ্লথ হয়ে পড়ে। যদিও বন্দর সচল ছিল, তবু ছুটির আমেজে অন্যান্য অফিস-আদালত বন্ধ থাকায় আমদানি পণ্যের খালাসে ধীরগতি দেখা দেয়। এর ফলে বন্দরে পণ্যবোঝাই কনটেইনারের সংখ্যা বেড়েছে।

ছুটি শেষে আগামীকাল রোববার ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা লেনদেন চলবে।