১০ হাজার কর্মী ছাঁটাই করছে নিসান, মোট ছাঁটাই ছাড়াল ২০ হাজার

প্রতিবেদক: বিশ্বব্যাপী আরও ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর। সোমবার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই নতুন ছাঁটাই সিদ্ধান্ত কার্যকর হলে নিসানের ঘোষিত মোট ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় ২০ হাজার, যা কোম্পানিটির মোট জনবলের প্রায় ১৫ শতাংশ। উল্লেখ্য, ২০২4 সালের মার্চ পর্যন্ত নিসানে কর্মরত ছিলেন ১ লাখ ৩৩ হাজারেরও বেশি জনবল।

এর আগে, পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে নিসান ইতিমধ্যে ৯ হাজার কর্মী ছাঁটাই ও তাদের বৈশ্বিক উৎপাদন সক্ষমতা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা নিয়েছিল।

ব্যবসায়িক দিক থেকে বেশ ধুঁকছে নিসান। গত মাসে তারা সতর্ক করেছিল যে, ২০২৪ অর্থবছর (যা মার্চে শেষ হয়েছে), সেখানে নিট লোকসান দাঁড়াতে পারে ৭০০ বিলিয়ন ইয়েন থেকে ৭৫০ বিলিয়ন ইয়েন—ডলারে যার পরিমাণ ৪.৭৪ থেকে ৫.০৮ বিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় ৫৭,৭০০ কোটি থেকে ৬২,০০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

তবে এখনো পর্যন্ত কোম্পানিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। আগামীকাল (মঙ্গলবার) নিসান তাদের পূর্ণ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নিসানের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র, যেখানে তাদের ব্যবসা গতি হারিয়েছে। পুরনো মডেলের গাড়ির আধিক্য ও নতুন হাইব্রিড মডেলের অভাব তাদের অবস্থাকে আরও দুর্বল করেছে। একই অবস্থা চীনের বাজারেও—সেখানে নিসান কার্যত অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে রয়েছে।

এই ক্ষতি পুষিয়ে নিতে নিসান এখন পরবর্তী কয়েক বছরে প্রায় ১০টি নতুন গাড়ি বাজারে আনতে চায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য—এই নতুন মডেলগুলোর মাধ্যমে বিক্রি বাড়িয়ে ব্যবসার পতন ঠেকানো।