
আগামী ১ জুন থেকে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। নতুন এই নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নতুন ডিজাইন ও সিরিজের নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকেও ইস্যু করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজে সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম দফায় ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।
নতুন নোটগুলোর বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়, ১০০০ টাকার নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগার’র মুখ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। পেছনের ডিজাইন হিসেবে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি। ৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। ২০ টাকার নোটে মুদ্রিত হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়)ও ছাপানো হয়েছে। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘর থেকে।