২০২৪ সালের মতো চলতি বছরেও সোনার দাম বাড়তে পারে: সিটি ব্যাংকের পূর্বাভাস

অনলাইন ডেক্স: বিশ্ববাজারে সোনার দাম গত বছর যেমন ঊর্ধ্বমুখী ছিল, তেমনি ২০২৪ সালে তার ধারাবাহিকতা বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের প্রধান ব্যাংকগুলো। ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্যিক চাপের কারণে ব্যবসায়ী ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী থাকবেন, এমন ধারণা করা হচ্ছে।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি ও তার দ্বিতীয় মেয়াদে বাণিজ্যযুদ্ধ এবং ভূরাজনৈতিক উত্তেজনার সম্ভাবনা সোনার দামের বৃদ্ধি ত্বরান্বিত করবে। এসব কারণেই সিটি ব্যাংক তাদের পূর্বাভাস সংশোধন করে বলেছে, এ বছর সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে উঠতে পারে।

সিটি ব্যাংক তাদের নোটে উল্লেখ করেছে, ৬ থেকে ১২ মাসের মধ্যে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছাতে পারে, এবং ২০২৫ সালে সোনার গড় দাম থাকতে পারে ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯০০ ডলার এর মধ্যে। ব্যাংকটি আরো জানায়, ডি-ডলারাইজেশন প্রক্রিয়া শক্তিশালী হওয়ার কারণে উদীয়মান বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনার পরিমাণ বাড়াবে। এই প্রক্রিয়ায় দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্য, রিজার্ভ সংরক্ষণ এবং লেনদেনে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে সোনার দিকে ঝুঁকবে।

বিশ্বব্যাপী সোনাকে সর্বাধিক স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাসে দেখা গেছে, সোনার দাম সাধারণত বড় ধরনের অস্থিতিশীলতা থেকে মুক্ত থাকে, ফলে বিনিয়োগকারীরা এটি নিরাপদ পণ্য হিসেবে গ্রহণ করে। সোনার প্রতি মানুষের আকর্ষণ ব্যাপক, কারণ শেয়ারবাজার, ডলার কিংবা অন্যান্য বিনিয়োগে যেমন অস্থিতিশীলতা থাকে, সোনার ক্ষেত্রে তা প্রায়শই থাকে না।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক সোনার চাহিদা ১ শতাংশ বেড়ে রেকর্ড ৪ হাজার ৯৭৪ দশমিক ৫ টনে পৌঁছেছে। চাহিদা বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হয়েছে, বাড়তি বিনিয়োগ এবং চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার হার বৃদ্ধি।

অস্ট্রেলিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ম্যাককুয়ারি ডিসেম্বরে জানায়, ২০২৫ সালের প্রথমার্ধে সোনার মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে, তবে পরবর্তী সময়ে পরিস্থিতি অনেকটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আর্থিক, বাণিজ্য ও অভিবাসন নীতি এবং ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ার ওপর।

সোনার দাম বৃদ্ধির এই প্রবণতা ২০২৪ ও ২০২৫ সালে ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে, এবং এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।