২০২৪ সালে মুনাফা ও লভ্যাংশে বেড়েছে ডিবিএইচ ফিন্যান্স

প্রতিবেদক: ২০২৪ সালে ডিবিএইচ ফিন্যান্সের মুনাফা সামান্য বৃদ্ধি পেয়েছে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫ টাকা ৭ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৯৫ পয়সা। উল্লেখযোগ্য যে, ২০২২ সালে এই আয় ছিল ৫ টাকা ১১ পয়সা।

ডিবিএইচ ফিন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ, মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইট থেকে।

ডিবিএইচের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সা, যা আগের বছর ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা। তবে ২০২৪ সালে শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ ছিল ঋণাত্মক — মাইনাস ৩৮ পয়সা। ২০২৩ সালে এই প্রবাহ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। নগদ প্রবাহ ঋণাত্মক হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, কোম্পানির ঋণ ও আগাম অর্থ গ্রহণ বেড়েছে, পাশাপাশি ব্যাংক ও অন্যান্য গ্রাহকের আমানতের পরিমাণ কমে গেছে।

এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে। এই সময় ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৮৭ পয়সা।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালেও ডিবিএইচ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগের বছর, ২০২২ সালে, কোম্পানিটি মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল — যার মধ্যে ১৫ শতাংশ ছিল নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ।