
প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-মার্চ) প্রথম ৯ মাসে ১,১৩৫ কোটি টাকা সমন্বিত মুনাফা করেছে বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা ছিল ১,০৬৫ কোটি টাকা। সেই হিসাবে এবার মুনাফা বেড়েছে ৭০ কোটি টাকা বা ৬ দশমিক ৫৮ শতাংশ।
গত বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তা বিনিয়োগকারীদের জানানো হয়।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ইউনাইটেড পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ৩ হাজার ৫৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে ৫৮৭ কোটি টাকা বা ২৪ শতাংশ।
এই আয়ের থেকে বিদ্যুৎ উৎপাদন ও প্রশাসনিক খরচ বাদ দিলে, কোম্পানির পরিচালন মুনাফা দাঁড়ায় ১,১৭৯ কোটি টাকা। এরপর বৈদেশিক মুদ্রাজনিত লোকসান, সুদের খরচ ও কর বাদ দিয়ে নেট মুনাফা দাঁড়ায় ১,১৩৫ কোটি টাকায়।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৯ টাকা ৩২ পয়সা।আগের অর্থবছরের একই সময়ে EPS ছিল ১৮ টাকা ৩৮ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের তারতম্যের কারণে ইউনাইটেড পাওয়ারের লোকসান হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯ কোটি টাকা।
২০২৫ সালের প্রথম তিন মাসে ইউনাইটেড পাওয়ারের সমন্বিত মুনাফা দাঁড়িয়েছে ৪২৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩১৭ কোটি টাকা। এই হিসাবে মুনাফা বেড়েছে ১০৭ কোটি টাকা বা ৩৪ শতাংশ।