২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক

প্রতিবেদক:২০২৫ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এ বছর বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। আজ মঙ্গলবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, উচ্চ শুল্ক আরোপ এবং বৈশ্বিক অনিশ্চয়তা বৃদ্ধির ফলে প্রায় সব দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই প্রতিবন্ধকতা বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের মতে, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান ছয়টি বড় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর একের পর এক শুল্ক আরোপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা গুরুতর প্রভাব ফেলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্কহার ৩ শতাংশ থেকে বেড়ে এখন দুই অঙ্কে পৌঁছেছে, যা গত এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ।

চীনসহ অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে। বিশ্বব্যাংক মনে করে, এই অনিশ্চিত বাণিজ্যনীতি বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, শুল্ক বৃদ্ধির প্রভাব নতুন বিনিয়োগ এবং করছাড় নীতির মাধ্যমে সামাল দেওয়া সম্ভব হবে।

বিশ্বব্যাংক সরাসরি বৈশ্বিক মন্দার পূর্বাভাস দেয়নি। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনীতি এমন এক দুর্বল অবস্থানে পৌঁছাবে, যা ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর মন্দা ছাড়া সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধির বছর হবে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক জিডিপির গড় প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ১৯৬০ সালের পর থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি হিসেবে বিবেচিত হবে।