
অনলাইন ডেক্স: সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড (এসবিইউকে) ২০ লাখ পাউন্ড লভ্যাংশ বিতরণের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশের শেয়ারহোল্ডার অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক পিএলসি যথাক্রমে ৫১ ও ৪৯ শতাংশ লভ্যাংশ পেয়েছে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এসবিইউকের এই অগ্রগতি প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা, কৌশলগত পুনর্গঠন, বাংলাদেশের প্রতি আস্থা ও চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গত ১৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেকের সঙ্গে বৈঠক করেন এসবিইউকের চেয়ারপারসন মো. আসাদুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির চেয়ারপারসন মো. মুসলিম চৌধুরী। বৈঠকে লভ্যাংশ জমা দেওয়ার বিষয়টি জানানো হয় এবং ব্যাংকিং লাইসেন্স হারানোসহ অতীতের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়।
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন—সোনালী ব্যাংক পিএলসির সিইও ও এমডি মো. শওকত আলী খান,এসবিইউকের সিইও মাসুম বিল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব শেখ ফরিদ
অন্যদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেছেন এসবিইউকের চেয়ারপারসন মো. আসাদুল ইসলাম। বৈঠকে প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনা ও যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
১৯৭৩ সালে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আর্থিক চাহিদা মেটাতে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে এসবিইউকে প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে এটি খুচরা ব্যাংকিং, বাণিজ্যিক আর্থিক সেবা ও রেমিট্যান্স সেবা দিত। তবে বিভিন্ন অপারেশনাল অনিয়ম ও চ্যালেঞ্জের কারণে ১৯৯৯ সালে এর বিদেশি শাখার লাইসেন্স বাতিল করা হয়। এরপর এটি সোনালী ট্রেড অ্যান্ড ফাইন্যান্স ইউকে লিমিটেড নামে পুনর্গঠিত হয়।
২০০১ সালে সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড নতুন ব্যাংকিং লাইসেন্সের অধীনে কাজ শুরু করে, তবে পরবর্তী সময়ে নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদারকির মুখে পড়ে।
২০১৬: অ্যান্টি মানি লন্ডারিং নীতিমালা লঙ্ঘনের কারণে ৩.২৫ মিলিয়ন পাউন্ড ।
২০১৬: নতুন জমা গ্রহণে সাময়িক নিষেধাজ্ঞা ও অ্যান্টি মানি লন্ডারিং ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত ।
২০১৮: ৩৩.৪৭ মিলিয়ন পাউন্ড মূলধন প্রবাহিত হওয়ায় ওয়াচলিস্ট থেকে মুক্তি।
২০২২: প্রুডেনশিয়াল রেগুলেশন অথোরিটি (PRA) ব্যাংকিং লাইসেন্স বাতিল ।
নিয়ন্ত্রক জটিলতা কাটিয়ে প্রজেক্ট ফিনিক্স বাস্তবায়নের মাধ্যমে এসবিইউকে নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয় এবং ট্রেড ফাইন্যান্স ও আর্থিক প্রতিষ্ঠানসেবায় মনোযোগ দেয়।