
প্রতিবেদক: সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছর একই সময়ে আয় ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকসংশ্লিষ্টরা জানাচ্ছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের উচ্চ বিনিময় হার, যা প্রবাসীদের বৈধ পথে আয় পাঠাতে উৎসাহিত করছে। ফলে চলতি সেপ্টেম্বরেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
চলতি অর্থবছর (২০২৫-২৬) শুরুর পর জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ৬৯৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৫৭৭ কোটি ২০ লাখ ডলার—অর্থাৎ এক বছরে আয় বেড়েছে ২০ শতাংশের বেশি।
বিদায়ী আগস্ট মাসে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের আগস্টের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। তবে এ ধারা নতুন নয়—গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রেমিট্যান্সে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
প্রবাসী আয়ে বড় রেকর্ড হয়েছিল চলতি বছরের মার্চে। সে মাসে দেশে এসেছিল ৩২৯ কোটি ডলার, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এরপর আর কোনো মাসে আয় ৩০০ কোটি ডলার ছাড়ায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়া ও হুন্ডি ব্যবসার দুর্বল হয়ে পড়া, পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে স্থিতিশীল ডলার বিনিময় হার—এসবই বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে ভূমিকা রাখছে।