
প্রতিবেদক: ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতি ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। এর ফলে টানা দুই দিনে সোনার দাম বেড়েছে মোট ২ হাজার ৬২৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করে। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় সমিতির সোনার দাম নির্ধারণ ও তদারকি কমিটি এই মূল্য হালনাগাদ করেছে। নতুন এই দর বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে বুধবার দুপুরেই বাজুস ২২ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছিল। তার আগে, গত ২৩ এপ্রিল সোনার সর্বোচ্চ দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা এখনও দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে—২২ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।
আজকের (বুধবার) দরের তুলনায় কাল থেকে ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫৭৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৬ টাকা বাড়ছে।
তবে সোনার দামে এই পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। এখনো হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৭ টাকায় বিক্রি হচ্ছে।