২৮ ও ২৯ মার্চ যেসব ব্যাংক শাখা খোলা থাকবে

প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাকশিল্প এলাকায় কিছু ব্যাংক শাখা খোলা থাকবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ মার্চ) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের আগে পোশাকশিল্পের লেনদেন নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

ব্যাংক লেনদেনের সময় ২৮ মার্চ (শুক্রবার) ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা – বেলা ৩টা ও লেনদেন চলবে সকাল ১০টা – দুপুর ১২টা পর্যন্ত।

২৯ মার্চ (শনিবার) ব্যাংক খোলা থকবে  সকাল ১০টা – বেলা ২টা এবং লেনদেন চলবে সকাল ১০টা – বেলা ১টা পর্যন্ত।

এই সময়ে খোলা থাকা ব্যাংক শাখাগুলোতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিধি মোতাবেক ভাতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা চালু থাকবে।

২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে।

২৮ মার্চ থেকে ৫ এপ্রিল ব্যাংক ছুটি। পোশাকশিল্প এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে। বন্দর ও কাস্টমস এলাকায় ব্যাংক সার্ভিস ২৪/৭ চালু থাকবে। ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে

এতে করে পোশাকশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বেতন, বোনাস ও অন্যান্য লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবে।