৪০০ কোটি টাকার মাইলফলক পেরোল এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড ঋণ পোর্টফোলিও

প্রতিবেদক: দেশের চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড ঋণ পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থাৎ ব্যাংকটির গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন করেছেন। আজ বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন অর্জনের জন্য ব্যাংকটির পক্ষ থেকে আজ কেক কেটে উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে এনআরবি ব্যাংকের সক্রিয় ক্রেডিট কার্ডের সংখ্যা ৬৭ হাজারের বেশি।

অর্থনৈতিক পারফরম্যান্সের দিক থেকেও ব্যাংকটি স্থিতিশীল। ২০২৪ সালে ব্যাংকটির মোট মুনাফা ছিল ৭ কোটি ৬০ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ১৪ লাখ টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে আসে। ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৯০ কোটি টাকা এবং এর শেয়ারের বাজারমূল্য ১০ টাকা ৪০ পয়সা।

শেয়ারের মালিকানা কাঠামো অনুযায়ী, ব্যাংকের মোট শেয়ারের ৫৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে এবং বাকি ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।