৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক–বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের এই ক্যামেরা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এসব যন্ত্রপাতি আনতে হবে।

বডি ক্যামেরা আনতে কত খরচ হবে—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, এখনো নির্দিষ্ট অঙ্ক বলা সম্ভব নয়। এসব যন্ত্রপাতি আনা হবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)–এর মাধ্যমে। তিনি বলেন, দরপত্র আহ্বান করলে মান ও দামের বিষয় জটিল হয়। কিন্তু ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে।

ক্যামেরা কেনার অর্থায়ন সম্পর্কে তিনি জানান, বাংলাদেশ সরকারের টাকায় এ ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। ব্যয় মেটানো হবে নির্বাচন খাতের বাজেট থেকে তবে এটি নির্বাচন কমিশন নয়, বরং পুলিশকে দেওয়া হবে। অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে কোনো ঘাটতি থাকবে না।

সাংবাদিকরা প্রশ্ন তুললে—সরকারই যখন টাকা দেবে, তখন ইউএনডিপির মাধ্যমে কেন কেনা হবে?—এর জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, টাকা দেবে সরকার, কিনতে হবে বেসরকারি খাত থেকে। স্বচ্ছতা বজায় রাখার জন্যই ইউএনডিপির মাধ্যমে কেনা হবে।