
প্রতিবেদক: শেয়ারধারীদের জন্য ২৪৩ কোটি টাকারও বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ২০২৪ সালের মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিটি শেয়ারের বিপরীতে ৫২ টাকা ৫০ পয়সা করে মোট ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ এবং মুনাফার তথ্য জানায় বার্জার পেইন্টস। গত মঙ্গলবার ডিএসই বন্ধ থাকায় গতকাল বুধবার এই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কোম্পানিটির তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাববছরে বার্জার পেইন্টস সমন্বিতভাবে মুনাফা করেছে ৩৩৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৭২ শতাংশ অর্থাৎ ২৪৩ কোটি টাকা শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে।
বার্জার পেইন্টসের ৯৫ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি মালিকদের হাতে, যা সংখ্যায় ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজারের বেশি। বাকি ৫ শতাংশ শেয়ার বা ২৩ লাখ ১৯ হাজারের বেশি রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি এবং ব্যক্তি বিনিয়োগকারীদের হাতে। ফলে ঘোষিত লভ্যাংশের মধ্যে ২৩১ কোটি টাকার বেশি পাবে কোম্পানিটির বিদেশি উদ্যোক্তারা, আর সাধারণ শেয়ারধারীরা পাবেন ১২ কোটি টাকার বেশি।
কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এককভাবে (সহযোগী প্রতিষ্ঠান বাদে) গত হিসাববছরে বার্জার পেইন্টস মুনাফা করেছে প্রায় ৩২৭ কোটি টাকা, যা আগের বছরের ৩১১ কোটি টাকার তুলনায় ১৬ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ বেশি। সেই সঙ্গে কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। ২০২৪ সালের মার্চ শেষে বার্জারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ৩০৬ কোটি টাকার তুলনায় ১০১ কোটি টাকা বেশি।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর এবারই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করল বার্জার পেইন্টস। ওই বছর কোম্পানিটি শেয়ারপ্রতি ৬০ টাকা বা ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। চলতি বছর ৫২৫ শতাংশ লভ্যাংশ দিয়ে কোম্পানিটি আবারও শেয়ারধারীদের সন্তুষ্ট করেছে।