৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে পাপন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা আসছে

প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও তাঁর স্ত্রী প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে, তাদের বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্যও মিলেছে।

এ বিষয়ে ইতিমধ্যে দুদক মামলা করার অনুমোদন দিয়েছে এবং উপ-পরিচালক সাইদুজ্জামান মামলার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় বিসিবির সভাপতির দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিসিবির শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

গত ২৮ এপ্রিল বিসিবির অর্থ ব্যয়ের খতিয়ান খতিয়ে দেখতে দুদক বিসিবিতে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগসহ মোট ২৭টি নথি চেয়ে পাঠানো হয়।

এদিকে, এমপি থাকাকালীন সময়েও পাপনের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ ছিল। এসব অভিযোগের অনুসন্ধানে নেমে দুদক তার ও তার স্ত্রীর নামে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদের প্রমাণ পায়।

পাপন-দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও, বিসিবির অর্থ লোপাট নিয়ে পৃথক আরও একটি অনুসন্ধান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য চেয়ে নিয়মিত চিঠি পাঠানো হচ্ছে।