৯ মাসে ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্কে ১৩,৫০০ কোটি টাকার আমানত প্রবৃদ্ধি

প্রতিবেদক: চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্কে সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রকৃত আমানত প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আমানত বৃদ্ধি ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি টেকসই অগ্রযাত্রার ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। কয়েক বছর ধরে ব্যাংকের শাখা নেটওয়ার্কে ধারাবাহিকভাবে লক্ষণীয় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। শাখাভিত্তিক আমানত সংগ্রহে এই অর্জন ব্যাংক খাতে নতুন মানদণ্ড তৈরি করছে।

এই সাফল্য উদ্‌যাপন উপলক্ষে গত ১৩ অক্টোবর ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক।

অনুষ্ঠানে আরও অংশ নেন ব্যাংকের শাখা নেটওয়ার্কের আঞ্চলিক প্রধান, ক্লাস্টার হেড, শাখা ব্যবস্থাপকসহ জ্যেষ্ঠ আঞ্চলিক প্রধান (উত্তর) এ কে এম তারেক এবং জ্যেষ্ঠ আঞ্চলিক প্রধান (দক্ষিণ) তাহের হাসান আল মামুন।

গ্রাহক আস্থা ও সম্পর্ককে সাফল্যের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে এমডি তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গ্রাহকের সঙ্গে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চলতি বছরের বাকি সময় এবং সামনের বছরগুলোতেও আমাদের এই সাফল্যের ধারা বজায় থাকবে।”