প্রবাসী আয়ে প্রবৃদ্ধি,জানুয়ারিতে এসেছে ২১৮ কোটি ডলার

অনলাইন ডেক্স: বিদায়ী জানুয়ারি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। গত বছর এই মাসে প্রবাসী আয় এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫৯৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০৫ কোটি ডলার বেশি।

জানুয়ারি মাসের প্রবাসী আয়ের মধ্যে—

  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ডলার,
  • বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ডলার,
  • বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ডলার,
  • বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৫ কোটি ডলার।

এছাড়া, ডিসেম্বর ২০২৩-এ ২৬৩ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রবাহ আরও জোরালো হয়।

  • নভেম্বর ২০২৩: ২২০ কোটি ডলার (বৃদ্ধি ১৪%)
  • অক্টোবর ২০২৩: ২৩৯ কোটি ডলার (বৃদ্ধি ২১%)
  • সেপ্টেম্বর ২০২৩: ২৪০ কোটি ডলার
  • আগস্ট ২০২৩: ২২২ কোটি ডলার

দেশে ডলার সরবরাহে ঘাটতি চলমান থাকলেও প্রবাসী আয় এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দেশের জন্য দায়বিহীন বৈদেশিক মুদ্রার উৎস, যা রপ্তানি আয়ের মতো কাঁচামাল আমদানির ব্যয় ছাড়াই ডলার সরবরাহ বাড়াতে সাহায্য করে। ফলে প্রবাসী আয় বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত বাড়ে।