
অনলাইন ডেক্স: বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে চার্জ বাড়িয়েছে, যা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
প্রথম ৫টি লেনদেনের জন্য চার্জ আগের মতো ১৫ টাকা থাকবে (প্রতিবার সর্বোচ্চ ২০,০০০ টাকা উত্তোলন)।৫টির পর থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে।এটিএম বুথে ব্যালেন্স চেক বা হিসাব বিবরণী দেখলে ৫ টাকা (ভ্যাটসহ) দিতে হবে।অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করলে প্রতিবার ১০ টাকা চার্জ (ভ্যাটসহ) গুনতে হবে।
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) আওতায় মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা নগদ উত্তোলন করা যাবে।পিওএস ব্যবহার করে নগদ উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাটসহ) চার্জ প্রযোজ্য।ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রেও প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ দিতে হবে।
২৫,০০০ টাকার নিচে লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা এবং ২৫,০০০ টাকার বেশি লেনদেনে ৫০ টাকা চার্জ (ভ্যাটসহ) কাটা হবে।
লেনদেনের বিপরীতে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে, যা গ্রাহককে বহন করতে হবে।এ ধরনের লেনদেনে চার্জব্যাক সুবিধা থাকবে না।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ গত ৬ ফেব্রুয়ারি ব্যাংকগুলোতে নির্দেশনা পাঠিয়েছে, যেখানে কার্ড ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানকে এই চার্জ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।