
অনলাইন ডেক্স: নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরেছে কিছুটা। কমেছে চাল, আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম। তবে ভোজ্যতেলের সরবরাহে কিছুটা ঘাটতি রয়ে গেছে, আর মুরগির বাজার এখনও চড়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মহাখালী, আগারগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ায় মোকামে চালের দাম কমতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে মোটা চাল প্রতি কেজি ৫২ থেকে ৫৫ টাকা (আগে ৫৩-৫৫ টাকা)।মাঝারি চাল প্রতি কেজি ৫৮ থেকে ৬৪ টাকা (আগে ৬২-৬৫ টাকা)।সরু চাল প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকা (আগে ৭৫-৮৫ টাকা)।
খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেল সংকটে রয়েছে। পাইকারি পর্যায়ে লিটারে ৪ টাকা বেশি দামে বিক্রি হলেও খুচরা বিক্রেতারা বেশি নিতে পারছেন না, ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বাজারে সবজির দাম কমছে। বর্তমানে নতুন আলু প্রতি কেজি ২০ টাকা (আগে ৬০ টাকা)।শিম ৩০-৫০, টমেটো ৩০-৪০, বেগুন ৪০-৬০, চিচিঙ্গা ৪০-৫০, শসা ৪০-৫০, মিষ্টিকুমড়া ৪০-৫০, গাজর ৪০-৬০, মুলা ২০-৩০, কাঁচামরিচ ৬০-৮০ টাকা।ফুলকপি-বাঁধাকপি প্রতি পিস ২০-৩০ টাকা, লম্বা লাউ ৫০-৬০ টাকা।
পেঁয়াজ ও রসুনের দামও কিছুটা কমেছে। পেঁয়াজ প্রতি কেজি ৪৫-৫০ টাকা, দেশি রসুন ১৫০-১৬০ টাকা এবং আমদানি করা রসুন ২২০-২৩৫ টাকা।মুরগির বাজার চড়া, ডিমের দাম স্থিতিশীলব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯৫-২০০ টাকা।সোনালি মুরগি মানভেদে ৩০০-৩৪০ টাকা।ফার্মের ডিম প্রতি ডজন ১৩০-১৩৫ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, চালের দাম কমার পাশাপাশি সবজির দামও কমছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর। তবে মুরগির দাম এখনও বেশি থাকায় সাধারণ মানুষের ব্যয় বাড়ছে।