টিসিবির ট্রাক সেল কার্যক্রম আবার শুরু

অনলাইন ডেক্স: এক মাস ৯ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম চলবে। ক্রেতারা লাইনে দাঁড়িয়ে সরাসরি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এছাড়া, শিগগিরই অন্যান্য বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায়ও এ কার্যক্রম শুরু হবে।

টিসিবি জানায়, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল ও ডাল বিক্রি অব্যাহত রয়েছে। পাশাপাশি, সাধারণ ভোক্তারাও ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

যেসব পণ্য পাওয়া যাবে ও মূল্য তালিকা:

  • ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল) – ১০০ টাকা/লিটার (সর্বোচ্চ ২ লিটার)
  • মসুর ডাল – ৬০ টাকা/কেজি (সর্বোচ্চ ২ কেজি)
  • চিনি – ৭০ টাকা/কেজি (সর্বোচ্চ ১ কেজি)
  • ছোলা – ৬০ টাকা/কেজি (সর্বোচ্চ ২ কেজি)
  • খেজুর – ১৫৫ টাকা/৫০০ গ্রাম

রমজান মাস উপলক্ষে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে।

বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ায়, গত ২৪ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি চালু ছিল। আজ থেকে পুনরায় কার্যক্রম শুরু হচ্ছে।