
অনলাইন ডেক্স: টুইটার (বর্তমানে এক্স) কেনার পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। চ্যাটজিপিটি তৈরির মাধ্যমে আলোচনার শীর্ষে থাকা ওপেনএআই অধিগ্রহণের জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছেন তিনি।
রয়টার্স জানায়, মাস্কের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী ৯,৭৪০ কোটি ডলারের বিনিময়ে ওপেনএআই কেনার প্রস্তাব দিয়েছে। তবে ওপেনএআই এই প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে। বরং সংস্থাটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পাল্টা প্রস্তাব দিয়ে বলেন, “৯,৭৪০ কোটি ডলারে ওপেনএআই টুইটার (এক্স) কিনতে প্রস্তুত।”
ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান উভয়েই ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা। তবে পরে মাস্ক সংস্থা থেকে সরে দাঁড়ান, আর অল্টম্যান প্রতিষ্ঠানটির নেতৃত্বে থেকে চ্যাটজিপিটি তৈরি করেন।
প্রাথমিকভাবে ওপেনএআই অলাভজনক সংস্থা হিসেবে যাত্রা শুরু করলেও, চ্যাটজিপিটির সাফল্যের পর অল্টম্যান এটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। অন্যদিকে, মাস্ক মনে করেন ওপেনএআইয়ের মূল নীতি পরিবর্তন হয়েছে এবং এটি আগের মতো ওপেন সোর্স ও নিরাপদ রাখা দরকার।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই প্রতিযোগিতায় লড়াই করছে। গুগল কিছুটা পিছিয়ে থাকলেও, মাইক্রোসফট ইতিমধ্যে ওপেনএআইতে বড় বিনিয়োগ করেছে।
মাস্কও এআই খাতে প্রবেশ করেছেন। সম্প্রতি তিনি ‘এক্সএআই’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন কোম্পানি চালু করেছেন। তবে তার মূল লক্ষ্য ওপেনএআই অধিগ্রহণ করা, যা বোঝা যায় অল্টম্যানের নেতৃত্বের প্রকাশ্য সমালোচনা এবং সাম্প্রতিক এই বড় প্রস্তাবের মাধ্যমে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর স্যাম অল্টম্যান এক্স (টুইটার)-এ পোস্ট করে মাস্কের প্রস্তাবের প্রতি কৌতুক করেন। জবাবে মাস্ক এক শব্দে মন্তব্য করেন: ‘প্রতারক’।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্কের এক আইনজীবী বলেন, “ওপেনএআইকে আগের মতো ওপেন সোর্স ও নিরাপদ প্রতিষ্ঠানে পরিণত করার সময় এসেছে।”
ব্যবসার জগতে নৃশংস সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে পরিচিত ইলন মাস্ক অতীতেও বড় চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছেন। টুইটার কেনার সময়ও শুরুতে বিক্রিতে অস্বীকৃতি জানানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ৪৪ বিলিয়ন ডলারে এটি কিনতে সক্ষম হন তিনি।
এবার দেখা যাক, ওপেনএআই কেনার দৌড়ে মাস্ক কতদূর যেতে পারেন!