টিসিবির ট্রাক সেল, নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ও অভিযোগ

অনলাইন ডেক্স: নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে ট্রাকে করে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিছুদিন বিরতির পর গত ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় এ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন ক্রেতারা।

টিসিবির প্রতিটি ট্রাকে মাত্র ২০০ জনের জন্য পণ্য থাকে। অথচ প্রায় প্রতিটি ট্রাকের পেছনে ৩০০-৪০০ মানুষের সারি দেখা যায়। ফলে বেশির ভাগ মানুষ অপেক্ষা করেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যান।
প্রতিদিন একই স্থানে ট্রাক না থাকায় অনেকেই জানেন না, কোথায় ও কবে পণ্য বিক্রি হচ্ছে। কর্মজীবী ও সীমিত আয়ের মানুষেরা এভাবে ট্রাক খুঁজে বের করতে পারেন না।

বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কিছু মানুষ প্রতিদিনই টিসিবির ট্রাক থেকে পণ্য কেনেন। তারা দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নেন এবং ট্রাক এলেই একে অপরকে খবর পাঠান। অভিযোগ রয়েছে, অনেকে এই পণ্য বাইরে বেশি দামে বিক্রি করেন।

কিছু পরিবেশক টোকেন দিয়ে ক্রেতাদের সিরিয়াল মেনে পণ্য বিক্রি করলেও অনেক জায়গায় এটি মানা হয় না। এতে লাইন ভেঙে আগে পণ্য নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়, যার ফলে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ট্রাকের বিক্রেতাদের খারাপ ব্যবহার, গালাগাল, এমনকি পানি ছুড়ে মারা ও ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া নারীদের সারিতে বিশৃঙ্খলা আরও প্রকট।

টিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পণ্যের তুলনায় মানুষের ভিড় বেশি থাকায় বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরিকল্পনা করছে টিসিবি।