সংসদ ভেঙে যাওয়ায় নিলামে উঠছে এমপিদের বিলাসবহুল গাড়ি

অনলাইন ডেক্স: প্রাক্তন সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়িগুলো নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টমে ২৪টি এমপিদের ব্যবহৃত গাড়িসহ মোট ৪৪টি গাড়ি ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। গাড়িগুলো নিলামে বিক্রি করা হলে সরকার প্রায় ১৭৫ কোটি টাকা রাজস্ব পাবে।

চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা গেছে, নিলামে অংশ নিতে আগ্রহীরা ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন। সোমবার দুপুর ২টায় দরপত্রের বক্স খোলা হবে। নিলামের ক্যাটালগ তথ্য অনুযায়ী, নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়িই রয়েছে ২৬টি।

এর মধ্যে—২৪টি ২০২৪ সালের ব্র্যান্ড নিউ ল্যান্ড ক্রুজার জেডএক্স (৩৩৪৬ সিসি), প্রতিটির সংরক্ষিত মূল্য ৯.৬৭ কোটি টাকা।২টি ২০২১ সালের ল্যান্ড ক্রুজার টিএক্স (২৬৯৩ সিসি), সংরক্ষিত মূল্য ১.৩৭-১.৬২ কোটি টাকা।

৫টি টয়োটা হ্যারিয়ার, যার মধ্যে ২০২২ সালের মডেলের গাড়ির সংরক্ষিত মূল্য ৭৬-৮২ লাখ টাকা।২টি টয়োটা র‌্যাব ফোর (২০১৯ ও ২০২০ মডেল), সংরক্ষিত মূল্য ৫৪-৫৬ লাখ টাকা।
১০টি হেভি ডিউটি সিনো ডাম্প ট্রাক (২০২৪, চীন), প্রতিটির সংরক্ষিত মূল্য ৮৫.৩-৮৫.৬ লাখ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের ফলে দ্রুত ভেঙে দেওয়ায় সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ছাড়িয়ে নিতে পারেননি। সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের মূল্যবান জায়গা খালি করার নির্দেশনা থাকায় দ্রুত নিলাম আহ্বান করা হয়েছে।

রাজস্ব ও সরকারের লাভ

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, এমপিদের আনা প্রতিটি গাড়ির বিপরীতে সরকার ৪.৮-৫ লাখ টাকা অগ্রিম আয়কর পেয়েছে। নিলামে বিক্রি হলে প্রতিটি গাড়িতে প্রায় ৭ কোটি টাকা করে রাজস্ব পাওয়া যাবে।

সরকার এই নিলামের মাধ্যমে রাজস্ব আদায়ের পাশাপাশি, অব্যবহৃত মূল্যবান গাড়িগুলো নষ্ট হওয়ার আগেই অর্থনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।