
অনলাইন ডেক্স: চট্টগ্রাম কাস্টমস শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের (এমপি) ২৪টি গাড়ি এবং অন্যান্য সময় আনা আরও ২০টি গাড়ি নিলামে তোলার পর দরপত্র জমা পড়েছে ১৩৭টি। এই নিলামে সাবেক এমপিদের গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করেছে কেডিএস, ল্যাবএইড ও ভ্যানগার্ডসহ ৩২ ব্যক্তি এবং প্রতিষ্ঠান।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হওয়া এই নিলামে জাপানের ল্যান্ড ক্রুজার গাড়ি ২৬টি তোলা হয়। এর মধ্যে ২৪টি সাবেক এমপিদের গাড়ি, যার মধ্যে ২০২৪ মডেলের গাড়ি রয়েছে। এছাড়া রয়েছে পাঁচটি টয়োটা হ্যারিয়ার, দুইটি টয়োটা র্যাভ ফোর, একটি টয়োটা এস্কোয়ার এবং চীনের তৈরি ১০টি সিনো ডাম্প ট্রাক।
গাড়িগুলোর সংরক্ষিত মূল্য মোট ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এর মধ্যে ১৪টি সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার জেড এক্স গাড়ির জন্য ৩২টি দরপত্র জমা পড়েছে।
নিলামে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ২০১৯ মডেলের টয়োটা এস্কোয়ারে, যেখানে ২০টি দরপত্র জমা পড়েছে। এছাড়া ২০১৮ মডেলের একটি টয়োটা হ্যারিয়ার এবং ২০২০ মডেলের একটি টয়োটা হ্যারিয়ারে যথাক্রমে ১৩টি এবং ৯টি দরপত্র জমা পড়েছে।
এস এ ট্রেডিং এন্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইব্রাহিম বলেন, “সাবেক এমপিদের আনা গাড়িগুলোর প্রতি বেশ আগ্রহ রয়েছে, তবে সংরক্ষিত মূল্য খুব বেশি হওয়ায় আমাদের পক্ষে গাড়িগুলো নেওয়া সম্ভব নয়। তবুও, আমরা অল্প মূল্যে বিড ধরে রেখেছি, যাতে পরবর্তী নিলামে কিছু বেশি দিয়ে গাড়িগুলো নিতে পারি।”
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, “বিডারদের মধ্যে ভালো আগ্রহ দেখা যাচ্ছে। সাবেক এমপিদের গাড়িতেও বিড হয়েছে, তবে অন্যান্য গাড়ির প্রতি আগ্রহ বেশি। আজ (রবিবার) দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামীকাল দুপুর ২টায় টেন্ডার বক্স খোলা হবে এবং তারপর দরপত্র যাচাই করে ফলাফল ঘোষণা করা হবে।”