
অনলাইন ডেক্স: প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারকদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিস্কুট ও কেকের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করেছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বিস্কুট ও কেকসহ প্রক্রিয়াজাত খাবারের ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে তিনগুণ বৃদ্ধি করে ১৫ শতাংশ নির্ধারণ করে।
নতুন সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) কার্যকর হলেও ভোক্তাদের আগের চেয়ে আড়াই শতাংশ বেশি ভ্যাট দিতে হবে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০২৩-২৪ অর্থবছরে বিস্কুট ও কেক থেকে ৫ শতাংশ ভ্যাট হারে প্রায় ৩০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। নতুন ১৫ শতাংশ ভ্যাট হার কার্যকর হলে অতিরিক্ত ৬০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহের পরিকল্পনা ছিল।
তবে ভ্যাট কমানোর পরও রাজস্ব কর্তৃপক্ষ আশা করছে, চলতি অর্থবছরে অতিরিক্ত ১৫০ কোটি টাকা সংগ্রহ সম্ভব হবে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারকরা ভ্যাট হার আগের মতো ৫ শতাংশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন, কারণ এটি নিম্ন আয়ের মানুষকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ভ্যাট হার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে।