টমেটোর বাম্পার ফলন, বাজারে সস্তা দামে ছড়াছড়ি

অনলাইন ডেক্স: সারাদেশে টমেটোর বাম্পার ফলন হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেছে, যার ফলে বর্তমানে বাজারে দাম একেবারে কমে গেছে। মানভেদে পাইকারিতে টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি দুই-তিন টাকায়, ফলে চাষিরা সমস্যায় পড়ছেন। অন্যদিকে, কাঁচা মরিচের দামও একেবারে কম, যদিও মাস দুয়েক আগে এটি আকাশচুম্বী ছিল। চাষিরা জানান, খরচ তুলতে তাদের কষ্ট হচ্ছে।

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের পাইকারি কাঁচামালের আড়ত ঘুরে এসব তথ্য জানা গেছে। সরেজমিনে দেখা যায়, পাইকারিতে টমেটোর দাম ৩ থেকে ৯ টাকা প্রতি কেজি, এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৬ টাকায়। খুচরা বাজারে টমেটোর দাম মানভেদে ১০ টাকা থেকে ৩৫ টাকায় এবং কাঁচা মরিচ ৩৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সীতাকুণ্ড থেকে টমেটো বিক্রি করতে আসা কৃষক মোহাম্মদ মামুন জানান, “টমেটোর দাম একেবারে পড়ে গেছে। দুই লাখ টাকা বিক্রির টার্গেট ছিল, কিন্তু বাজারের অবস্থা দেখে সন্দেহ হচ্ছে ৭০ হাজার টাকা বিক্রি করতে পারবো কিনা। এখন পর্যন্ত ৪০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পেরেছি।” তিনি আরও জানান, “হাইব্রিড জাতের বাহুবলী টমেটো আগে ১৫-১৬ টাকায় বিক্রি হয়েছে, কিন্তু এখন ৫-৬ টাকায় (কেজি) বিক্রি হচ্ছে।”

আড়তদার মো. মিজানুর রহমান বলেন, “টমেটোর সরবরাহ প্রচুর, দেশের প্রায় সব জায়গা থেকেই আসছে। সংকট নেই, দামও অনেক কম।” অন্য আড়তদার মো. আউয়ালও একই কথা বলেন, “সরবরাহ ভালো থাকায় বাজারদর আগের চেয়ে অনেক কম।”

কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দশকের মধ্যে এবারই টমেটোর পাইকারি ও খুচরা দাম সর্বনিম্ন। ২০১৬ সালে গড়ে ১৯.২৩ টাকা থেকে ২৪.১৯ টাকা প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছিল।

এদিকে, চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচেরও দাম কমে গেছে। বর্তমানে পাইকারিতে কাঁচা মরিচ ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে ৩৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, অধিকাংশ কাঁচা মরিচ চকরিয়া ও কিশোরগঞ্জ জেলা থেকে আসছে।

এক ব্যবসায়ী বলেন, “প্রান্তিক কৃষকের কাছ থেকে ২০-২২ টাকায় মরিচ কিনে ট্রাক ভাড়া ও শ্রমিক খরচসহ আড়তে ২৪-২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। হিসাব করে দেখার পরও লসে বিক্রি করতে হচ্ছে।”

রিয়াজউদ্দিন বাজারে কাঁচামরিচ ব্যবসায়ীদের সংগঠন সেভেন স্টার সমিতির সভাপতি মো. শাহজাহান সওদাগর বলেন, “এখন সরবরাহ অনেক বেশি। আপাতত দাম বাড়ার সম্ভাবনা নেই। আজ পাইকারিতে ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।”