
অনলাইন ডেক্স: সরকার বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠানটির শ্রমিক ও কর্মকর্তাদের বেতন এবং অন্যান্য সুবিধার জন্য ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে। গতকাল, বেক্সিমকো গ্রুপের এই ১৪টি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, বেক্সিমকোর এসব প্রতিষ্ঠানে মোট ৩১,৬৬৯ জন শ্রমিক এবং ১,৫৬৫ জন কর্মকর্তা কর্মরত ছিলেন।
সাখাওয়াত হোসেন আরও জানান, ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে অর্থ মন্ত্রণালয় এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা প্রদান করবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল। আগামী ৯ মার্চ থেকে এসব শ্রমিক ও কর্মকর্তাদের এই অর্থ প্রদান শুরু হবে।