
অনলাইন ডেক্স: দেশের সব মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপন বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হয়। তবে অনেক প্রতিষ্ঠান ভ্যাট আদায় করলেও তা যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেয় না।
এনবিআরের ভ্যাট বাস্তবায়ন বিভাগ ইতোমধ্যে মাঠপর্যায়ের সব কমিশনারকে মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন ও প্রতিদিনের লেনদেন নিয়মিত মনিটর করার নির্দেশ দিয়েছে।
এনবিআর জানিয়েছে, মহাসড়কের রেস্তোরাঁগুলোতে ২৪ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেক ব্যবসায়ী ভ্যাট আদায় করলেও সঠিকভাবে সরকারি কোষাগারে জমা দেন না। এ কারণে ভোক্তাদের কেনাকাটার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কারণ, ভ্যাট চালান না নিলে পরিশোধ করা ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে না।
ভ্যাট পরিশোধে উৎসাহিত করতে এনবিআর প্রতি মাসে ইএফডি মেশিন থেকে জেনারেটেড রসিদগুলোর মধ্যে লটারির মাধ্যমে শতাধিক ভ্যাটদাতাকে পুরস্কার প্রদান করে।
এনবিআরের এই উদ্যোগ মহাসড়কে অবস্থিত রেস্তোরাঁগুলোতে স্বচ্ছ ও কার্যকর ভ্যাট ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।