
অনলাইন ডেক্স: ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্রেডিং স্টেজে ভ্যাট অব্যাহতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটমুক্ত হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, সরিষার তেল, ডাল ও ডালজাতীয় খাদ্যশস্য, গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ জাতীয় মশলার মিশ্রণ, দেশে উৎপাদিত আটা, ময়দা ও সুজি, সানফ্লাওয়ার সিড অয়েল, রাইস ব্রান অয়েল, দেশে উৎপাদিত বিস্কুট ও লবণ,কৃষি কাজে ব্যবহৃত কিছু সার
এতদিন এসব পণ্যের ট্রেডিং স্টেজে ৫ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত ভ্যাট ছিল।
আইআরডি গত ২ মার্চ (রোববার) এ সংক্রান্ত একটি স্ট্যাটু্টরি রেগুলেটরি অর্ডার জারি করে, যা সোমবার প্রকাশিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “উৎপাদন পর্যায়ে এসব পণ্যে ভ্যাট ছাড় থাকলেও, ট্রেডিং স্টেজে ভ্যাট ছিল। কেউ কেউ এই সুযোগে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল।”
তিনি আরও বলেন, “সুপারশপগুলোর বেশিরভাগই স্ট্যান্ডার্ড রেট (১৫%) ভ্যাট দিচ্ছে। তাই ট্রেডিং স্টেজে আলাদা ভ্যাট রাখা যৌক্তিক নয়। এছাড়া পুরান ঢাকার কিছু ব্যবসায়ী ভ্যাটের অজুহাতে দাম বাড়াচ্ছিলেন, যা নিয়ন্ত্রণ করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।”
এই পদক্ষেপের ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।