স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে বাংলাদেশে চাল আমদানি

অনলাইন ডেক্স: স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে ২৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ মোংলা সমুদ্রবন্দরে ভিড়বে। জাহাজটি প্রথমে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, এরপর মোংলা বন্দরে আসবে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চাল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানি ট্রেডিং করপোরেশন এই চাল সরবরাহ করছে।

চুক্তির আওতায় বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন চাল কিনতে সম্মত হয়েছে, যা দুটি ধাপে সরবরাহ করা হবে।

২৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে করাচির পোর্ট কাসিম থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে।

মার্চের শুরুতে আরও ২৫ হাজার টন চাল পাঠানোর পরিকল্পনা রয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতার পর এই প্রথমবার বাংলাদেশ ও পাকিস্তান সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করেছে। পাকিস্তান সরকার অনুমোদিত প্রথম চালান ইতোমধ্যে পোর্ট কাসিম ছেড়েছে।

এই চুক্তি বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং সরাসরি জাহাজ চলাচল সহজতর করবে বলে আশা করা হচ্ছে।