টানা ছয় মাস পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি, ফেব্রুয়ারিতে আয় ৩৯৭ কোটি ডলার

অনলাইন ডেক্স: ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রায় দুই মাস টানা শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাক শিল্প। তুলনামূলক কম হলেও সিরামিকসহ অন্যান্য শিল্পেও শ্রম অসন্তোষ দেখা গেছে। এর পাশাপাশি চরম গ্যাস সংকট ও নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তারা শঙ্কিত।

এমন নানা চ্যালেঞ্জের মধ্যেও টানা ছয় মাস ধরে দেশের পণ্য রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশের মতো।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ডলার। সাধারণত, ফেব্রুয়ারিতে রপ্তানি কিছুটা কম হয়। কারণ, ২৮ দিনের মাস হওয়ায় অন্তত দুই দিন উৎপাদন ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। ৩১ দিনের মাসের তুলনায় ফেব্রুয়ারিতে অন্তত ৩০ কোটি ডলারের পণ্য কম রপ্তানি হয়েছে। এছাড়া, কিছু কারখানার উৎপাদন ও রপ্তানি বন্ধ থাকায় রপ্তানিতে প্রভাব পড়েছে।

ফেব্রুয়ারিতে কিছুটা কম রপ্তানি হলেও অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। এই সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩,২৯৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১৩ কোটি ডলার বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি ছিল ২,৯৮১ কোটি ডলার।

অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও পণ্য রপ্তানির এ ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।