
অনলাইন ডেক্স: অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা বেশি লাভজনক হওয়ায় রংপুর অঞ্চলে এর চাষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছর লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীতে মোট ১ লাখ ২৬ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৪০০ টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভুট্টা চাষ হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় আরও বেড়েছে। মূলত নদী তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলেই বেশি ভুট্টা চাষ হচ্ছে।
ভুট্টা চাষের লাভজনকতা
- সমতলে প্রতি বিঘায় ভুট্টা উৎপাদন হয় ২৫-৩০ মন।
- চরাঞ্চলে প্রতি বিঘায় ৩৫-৪০ মন উৎপাদন বেশি হয় ।
- উৎপাদন খরচ ১২,০০০ – ১৫,০০০ টাকা (প্রতি বিঘা)।
- বিক্রয় মূল্য প্রতি বিঘার ভুট্টা ৩০,০০০ – ৪৫,০০০ টাকায় বিক্রি হয়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তার চর গড্ডিমারী এলাকার কৃষক নজর মাহদুম (৬৫) জানান, এ বছর তিনি ১৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন এবং ৫৮০ থেকে ৬০০ মন ভুট্টার ফলন আশা করছেন। গত বছর ১০ বিঘায় ৩৭২ মন ভুট্টা উৎপাদন করে ৪ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা আয় করেছিলেন।
তিনি বলেন, গত বছর প্রতি মন ১,২০০ টাকায় বিক্রি করেছিলাম, এবার ১৩০০-১৪০০ টাকা পর্যন্ত দাম পাওয়ার আশা করছি। ব্যবসায়ীরা অগ্রিম টাকা দিয়ে রেখেছেন।”
পাটগ্রামের বাউড়া এলাকার কৃষক বিধান চন্দ্র সেন (৪৫) জানান, ভুট্টা বিক্রিতে সমস্যা হয় না, দামও সন্তোষজনক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবে। গত বছরের তুলনায় এ বছর দুই বিঘা বেশি জমিতে ভুট্টা চাষ করেছি।
কালীগঞ্জ উপজেলার তিস্তার চর শৌলমারী এলাকার কৃষক দিলবর হোসেন (৬০) বলেন, ভুট্টা চাষ চরাঞ্চলে দারিদ্র্য কমিয়েছে, কৃষকরা স্বাবলম্বী হচ্ছে। ফিড কোম্পানির প্রতিনিধিরা সরাসরি কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনে নেয়, তাই বিক্রি নিয়ে দুশ্চিন্তা নেই।
ভুট্টা ব্যবসায়ী মোকসেদ আলী জানান, বিভিন্ন ফিড কোম্পানি এ অঞ্চলে ক্রয়কেন্দ্র খুলেছে, যেখানে কৃষকরা সরাসরি ভুট্টা বিক্রি করতে পারেন। তিনি বলেন, গত বছর প্রতি মন ভুট্টা ১,১৫০ – ১,৩০০ টাকায় কিনেছিলাম। এ বছর দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি নেই।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন বলেন, “ভুট্টা চাষ চরাঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন এনেছে। রংপুর অঞ্চলে লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়। এটি এখন একটি অর্থকরী ফসলে পরিণত হয়েছে।