বেসরকারি ব্যাংকগুলোয় শীর্ষপদে রদবদল এমডি পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় এক ডজন বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ দেখা যাবে। বেশ কয়েকজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার বয়সজনিত কারণে বিদায় নেবেন, আবার অনিয়মের কারণে কয়েকজন এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যাঁদের ফেরার সম্ভাবনা ক্ষীণ। সব মিলিয়ে ১০-১২টি ব্যাংকে নেতৃত্বে পরিবর্তন আসতে চলেছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকারদের চাকরির মেয়াদ ৫৯ বছর হলেও, এমডিরা সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এমডি হতে হলে ২০ বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম ৪৫ বছর বয়স থাকতে হয়।

আগে ব্যাংকের মালিকেরা প্রভাব খাটিয়ে অযোগ্য ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের এমডি বানাতে পারলেও, এখন কেন্দ্রীয় ব্যাংক সেই অনুমোদন দিচ্ছে না। একসময় প্রশান্ত কুমার (পি কে) হালদার ও এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর মতো বিতর্কিত ব্যক্তিরা এমডি হয়েছিলেন, কিন্তু এখন নতুন নীতিমালার অধীনে এমডি পদে নিয়োগ পেতে হলে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে, এবং নিয়োগের মেয়াদও পাঁচ বছরের বদলে তিন বছর করা হয়েছে।

দক্ষ এমডির সন্ধানে ব্যাংক উদ্যোক্তারা

বেসরকারি ব্যাংক উদ্যোক্তারা এখন এমডি পদে দক্ষ এবং সুনামসম্পন্ন ব্যাংকার খুঁজছেন। তবে এ ধরনের কর্মকর্তার সংখ্যা দেশে কম। তাই অনেকেই বিদেশি ব্যাংকে উচ্চপদে থাকা বাংলাদেশি ব্যাংকারদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইতিমধ্যে সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক কনসালট্যান্সি প্রতিষ্ঠান এশিয়া এফআইআইটির সহপ্রতিষ্ঠাতা ওসমান এরশাদ ফয়েজ ইস্টার্ণ ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে যোগ দিয়েছেন। পাশাপাশি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সাবেক সিইওকে দেশে একটি ব্যাংকের এমডি করার আলোচনা চলছে।

ডাচ্‌-বাংলা ব্যাংক এমডি আবুল কাশেম মো. শিরিনের মেয়াদ ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ শেষ হবে।মিডল্যান্ড ব্যাংক এমডি আহসান-উজ জামানের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি ২০২৬-এ শেষ হবে।ব্র্যাক ব্যাংক এমডি সেলিম আর এফ হোসেনের মেয়াদ ৪ মার্চ ২০২৬-এ শেষ হবে।ইস্টার্ণ ব্যাংক এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ ১৯ এপ্রিল ২০২৬-এ শেষ হবে।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমডি সৈয়দ মাহবুবুর রহমানের মেয়াদ ১৬ ফেব্রুয়ারি ২০২৭-এ শেষ হবে।

এছাড়া, কমিউনিটি ব্যাংকের এমডি মশিহুল হক চৌধুরীর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, এবং নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া চলছে। সিটিজেনস ব্যাংকের এমডি মোহাম্মদ মাসুমের মেয়াদ শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৫, এবং ব্যাংকটির পরিচালনা পর্ষদ আলমগীর হোসেনকে এমডি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বিদেশি নিরীক্ষকদের তদন্তের কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও আইসিবি ইসলামী ব্যাংকের এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে, ইউনিয়ন ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। আইসিবি ইসলামী ব্যাংকের এমডি পদে আনোয়ারুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছে।এক্সিম ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে যোগ দিয়েছেন এম আখতার হোসেন ও আবদুল আজিজ।

দেশের ব্যাংকিং খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়ায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব এখন জরুরি। অর্থনৈতিক সংকট মোকাবিলা, দুর্নীতি দমন এবং প্রবৃদ্ধি ধরে রাখতে যোগ্য এমডিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমডি পদে পরিবর্তনের এ ধারা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ চেহারা বদলে দিতে পারে।