
প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা আগামী ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিনে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও তাঁদের ভাতা পাবেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সাধারণত ব্যাংকারদের বেতন ২৩ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিছু ব্যাংক এর পরেও বেতন পরিশোধ করলেও তা মাসের শেষ হওয়ার আগেই পরিশোধ হয়ে থাকে। এর আগে সরকার ঘোষণা দেয় যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের অবসরের ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এদিকে, অর্থ মন্ত্রণালয়ও এক চিঠিতে জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের বেতন-ভাতা এবং পেনশনভোগীরা অবসরের ভাতা ২৩ মার্চের মধ্যে পাবেন।
অপরদিকে, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। একই সময় ব্যাংকও বন্ধ থাকবে, তবে কিছু ব্যাংকের নির্দিষ্ট শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।