বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ অনুমোদন

প্রতিবেদক: বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো (৩৫ কোটি ইউরো) কাঠামোগত ঋণ অনুমোদন করেছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো (৪ কোটি ৫০ লাখ) অনুদান হিসেবে প্রদান করবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং অভিযোজনের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভা চলাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ইআইবি সভাপতি নাদিয়া কালভিনোর মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই ঋণ ও অনুদানের বিষয়ে সম্মতি হয়।

বৈঠকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে ইআইবি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাঠামোগত চুক্তির আওতায় কাজ করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, পানি, পরিবহন ও যোগাযোগ খাতে ছয়টি প্রকল্পে মোট ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।

মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, “২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ এবং মধ্যম আয়ের ফাঁদ এড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ইইউসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও বেশি অনুদানভিত্তিক ও স্বল্পসুদে ঋণ সহায়তা দেওয়ার আহ্বান জানান।

এছাড়া, ড. সালেহউদ্দিন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। জেবিআইসি দীর্ঘদিন ধরে ডিএপি-২ সার কারখানা (৭১৫.৬ মিলিয়ন ডলার), ঘোড়াশাল সার কারখানা ও মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্পে (২৬৫ মিলিয়ন ডলার) অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে।

অন্যদিকে, এডিবির ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং, ওপেক ফান্ডের ভাইস প্রেসিডেন্ট, এবং এআইএম ফর স্কেল-এর ভাইস প্রেসিডেন্ট মাইকেল ক্রেমার-এর সঙ্গেও বাংলাদেশের প্রতিনিধিদলের ফলপ্রসূ বৈঠক হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন সহজতর হবে।