
প্রতিবেদক: মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আজ মঙ্গলবার থেকে এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।
বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এ গিয়ে অর্ডার দিতে পারবেন। প্রথমে ঠিকানা দিয়ে জানতে হবে, আপনার এলাকায় সেবা পাওয়া যাবে কি না। এরপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্টারলিংকের সংযোগ পেতে যে স্ট্যান্ডার্ড কিট দেওয়া হয়, তার মধ্যে থাকে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল। এটি খুব সহজে সেটআপ করা যায়। শুধু খোলা জায়গায় আকাশমুখী করে স্যাটেলাইট ডিশটি স্থাপন করতে হবে এবং প্রয়োজনীয় সংযোগ দিতে হবে।
স্টারলিংক বাংলাদেশে দুটি প্রধান প্যাকেজ চালু করেছে। প্রথমটি ‘রেসিডেনশিয়াল’, যার মাসিক খরচ ৬,০০০ টাকা। দ্বিতীয়টি ‘রেসিডেনশিয়াল লাইট’, যার খরচ ৪,২০০ টাকা। ভ্রমণ বা চলন্ত অবস্থায় ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে ‘রোম’ প্যাকেজ, যার মাসিক খরচ ৬,০০০ টাকা এবং এতে ৫০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। ‘রোম আনলিমিটেড’ প্যাকেজে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে, এর জন্য খরচ হবে ১২,০০০ টাকা। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও রয়েছে বিশেষ প্যাকেজ।
সংযোগ নেওয়ার জন্য গ্রাহকদের এককালীন ৪৭,০০০ টাকা দিয়ে হার্ডওয়্যার কিট কিনতে হবে। তবে ওয়েবসাইটে জানানো হয়েছে, ৩০ দিনের মধ্যে যদি কেউ সেবায় সন্তুষ্ট না হন, তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
স্টারলিংক কিট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সাধারণ ব্যবহারকারীরাও সহজেই সেটআপ করতে পারেন। কেবল খেয়াল রাখতে হবে, স্যাটেলাইট ডিশটি যেন খোলা আকাশের নিচে সিগন্যাল পেতে সুবিধাজনক স্থানে স্থাপন করা হয়।