সিটি ব্যাংকের নতুন ডিএমডি হলেন মো. আশানুর রহমান

প্রতিবেদক: সিটি ব্যাংকে মো. আশানুর রহমান উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্রধান অর্থনীতিবিদ এবং এদেশীয় ব্যবসা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আশানুর রহমান তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে, মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর পর্বে তিনি ব্যাংকটিতে যোগ দেন। সেই সময় তিনি ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করেন।

পরবর্তীতে পাঁচ বছর রয়্যাল ব্যাংক অব কানাডায় কাজ করে তিনি ২০১৯ সালে আবার সিটি ব্যাংকে ফেরেন। ফিরে এসে তিনি প্রধান অর্থনীতিবিদ এবং এদেশীয় ব্যবসা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। এ সময় তিনি সিটি ব্যাংকের একাধিক কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকাস্যুরেন্স চালু করা।

বর্তমানে তিনি ব্যাংকের বেশ কয়েকটি উচ্চপর্যায়ের কমিটির সক্রিয় সদস্য। ২০ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন আশানুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি কানাডায় বিনিয়োগ তহবিল বিষয়েও পড়াশোনা করেছেন।