ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের তাগিদ

প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন ১ থেকে ৩ জুনের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চালু থাকা ২,০৯২টি কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন দিয়েছে ২,০৬৮টি কারখানা, যা প্রায় ৯৯ শতাংশ।

তবে ঈদ বোনাস পরিশোধে পিছিয়ে আছে অনেক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত মাত্র ১,১২৬টি কারখানা বোনাস দিয়েছে, যা মোট কারখানার ৫৪ শতাংশ। অর্থাৎ এখনও ৯৬৬টি কারখানা বোনাস পরিশোধ করেনি। বিজিএমইএর তথ্যমতে, ২৪টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি এবং দুটি কারখানা এখনও মার্চ মাসের বেতন বাকি রেখেছে।

ঈদের আগে বোনাস পরিশোধে কারখানা মালিকদের হাতে এখন মাত্র তিন দিন সময় রয়েছে। তবে বিজিএমইএ আশাবাদী যে, সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই বেতন ও বোনাস পরিশোধের কাজ সম্পন্ন হবে। গতকাল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২,০৯২টি পোশাক কারখানা চালু ছিল।