অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধের ঘোষণা

প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বাজুস দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

 এক বিবৃতিতে বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা বিবৃতিতে বলেন, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের হয়রানি দেশের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

নেতারা আরও বলেন, রিপনুল হাসানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তারা বিষয়টিকে জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি অন্যায় আচরণ হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত সমাধান দাবি করেন।